বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫ ১৬ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫
ঈদে ৫ দিনের ছুটিতে পুঁজিবাজার
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ জুন, ২০২৩, ৫:০০ PM

ঈদ ও সাপ্তাহিক ছুটি উপলক্ষ্যে ২৭ জুন (মঙ্গলবার) থেকে ১ জুলাই (শনিবার) পর্যন্ত মোট পাঁচদিন পুঁজিবাজার বন্ধ থাকবে। এই পাঁচদিন পুঁজিবাজারে লেনদেন ও অফিসিয়াল কার্যক্রম হবে না। তবে ২ জুলাই (রোববার) থেকে যথারীতি পুঁজিবাজার এবং পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে অফিসিয়াল এবং লেনদেন কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (বিএসইসি) সূত্রে বিষয়টি জানা গেছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম ঢাকা পোস্টকে বলেন, ঈদ ও সাপ্তাহিক ছুটির কারণে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত পুঁজিবাজারের লেনদেন কার্যক্রম বন্ধ থাকবে।

বিএসইসির তথ‍্য মতে, সরকারি ঘোষণা অনুসারে ২৭ জুন থেকে ৩০ জুন ঈদ উপলক্ষ্যে সাধারণ ছুটি এবং এরপর ১ জুলাই সাপ্তাহিক ছুটি হওয়ার কারণে পুঁজিবাজারের অফিসিয়াল ও লেনদেন কার্যক্রম বন্ধ থাকবে।
 
এদিকে ঈদ উপলক্ষ্যে দেশের সব আর্থিক প্রতিষ্ঠানও ৫ দিন বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত ২ জুন বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

এতে বলা হয়, আগামী ২৭ জুন মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষিত হওয়ায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ২৭, ২৮, ২৯ ও ৩০ জুন রোজ মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্রবার (৪ দিন) বাংলাদেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর পরদিন শনিবার (১ জুলাই) সাপ্তাহিক ছুটি থাকায় ওইদিনও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩-এর ১৮ (ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়েছে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত