সোমবার ২৮ জুলাই ২০২৫ ১৩ শ্রাবণ ১৪৩২
সোমবার ২৮ জুলাই ২০২৫
কালিহাতীতে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেফতার
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: রবিবার, ২৫ জুন, ২০২৩, ৫:৫৫ PM

টাঙ্গাইলের কালিহাতীতে ১০টি বিভিন্ন মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ৯টি ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রোববার (২৫ জুন) ভোর রাতে ঢাকার বাড্ডা থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি সেকান্দর (৫০) ও ফারুক (৪৫) উপজেলার সহদেবপুর ইউনিয়নের সহদেবপুর গ্রামের মৃত আ. গফুরের ছেলে। এর মধ্যে সেকান্দর ৪টি মামলায় সাজাপ্রাপ্ত ও ৭টি মামলায় ওয়ারেন্টভুক্ত হয়ে এবং ফারুক ৬টি মামলায় সাজাপ্রাপ্ত এবং ২টি মামলায় ওয়ারেন্টভুক্ত হয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, থানা পুলিশের একটি বিশেষ টিম দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি সেকান্দর ও ফারুককে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার বাড্ডা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, ইতিপূর্বে তাদেরকে গ্রেফতারে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি অব্যাহত ছিল। পরে বুধবার ভোররাতে তাদেরকে গ্রেফতারের পর দুপুরে টাঙ্গাইল জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত