নীলফামারীর ডোমার উপজেলায় মরণব্যাধি ক্যান্সারসহ দুরারোগ্য রোগে আক্রান্ত ৩৪ জন রোগীকে ১৭ লক্ষ টাকা অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
সোমবার (২৬ জুন) দুপুরে নিজ কার্যালয় চত্বরে অর্থ সহায়তার চেক বিতরণের আয়োজন করেন উপজেলা সমাজসেবা কার্যালয়। সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে উল্লেখিত অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ইউএনও (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, সমাজসেবা কর্মকর্তা ফিরোজুল ইসলাম মধু প্রমুখ উপস্থিত ছিলেন।
বাবু/জেএম