গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডে ১৪টি সেমিপাকা ঘরে থাকা সব মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে। শুক্রবার (৩০ জুন) বেলা পৌনে ১১টায় উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া এলাকার মৃত ফজলুল হকের মালিকানাধীন পোশাক শ্রমিকদের ভাড়া ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় আরিফুল ইসলাম জানান, বেলা পৌনে ১১টার দিকে ওই বাড়ীর একটি ঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও মুহুর্তেই আগুন পাশের আরো ১৩টি কক্ষে ছড়িয়ে পড়ে। আগুনে ওইসব ঘরে থাকা ফ্রিজ, টিভি, আলমিরা ওয়ারড্রপ, সোকেস, হাড়িপাতিল রাখার সেলফ ও খাটসহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ঘরগুলোতে আশপাশের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা ভাড়া থাকতো। অগ্নিকাণ্ডে পোশাক শ্রমিকদের ঘরে থাকা সকল আসবাবপত্র পুড়ে ছাঁই হয়ে যাওয়ায় তারা নি:স্ব হয়ে গেছে। ঈদের ছুটি থাকায় ওইসব ঘরের শ্রমিকেরা ঘরে তালা দিয়ে কেউ কেউ গ্রামের বাড়ী এবং পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিল।

শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আব্দুল মান্নান জানান, বেলা ১০টা ৫৩মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় আধাঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে আগুন ছড়িয়ে পড়ে ঘরে থাকা আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
-বাবু/এ.এস