বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
কমলগঞ্জ রাস্তা পারাপারের সময় সিএনজির ধাক্কায় বৃদ্ধা মহিলার মৃত্যু
আলমগীর হোসেন, কমলগঞ্জ (মৌলভীবাজার)
প্রকাশ: রবিবার, ২ জুলাই, ২০২৩, ১:৫৪ PM

মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের বড়চেগ প্রাইমারি স্কুলের সামনে রাস্তা পারাপারের সময় সিএনজির ধাক্কায় রুপিয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধা মহিলা নিহত হয়েছে।

শনিবার (১ জুলাই) রাত ৯ ঘটিকার সময় এ দুর্ঘটনা ঘটে। রুপিয়া বেগম বড়চেগ গ্রামের মাসিম মিয়ার স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, রাতে সড়ক পার হচ্ছিল। এ সময় ভানুগাছ থেকে ছেড়ে আসা একটি সিএনজি  শমশেরনগর দিকে আসছে এ সময় রুপিয়া বেগম দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। এতে সিএনজির ধাক্কায় গুরুতর আহত হয়।  ঘটনাস্থল থেকে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আশঙ্কাজন হলে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতাল প্রেরন করে। চিকিৎসারত অবস্থায় রাত ২ঘটিকার সময় রুপিযা বেগমের মৃত্যু হয়।  এ বিষয়ে নিহত রুপিয়া বেগমের ছেলে বাবলা মিয়ার সাথে কথা বলতে গেলে তিনি কথা বলতে রাজি না।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কাশী শর্মা বলেন, রাস্তা পারাপারের সময় সিএনজির ধাক্কায় মহিলা আহত হয়।পরে স্থানিরা উদ্ধার করে হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসা অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে রাতে মৃত্যু হয়।  তবে সিএনজি চালককে ঘটনাস্থল থেকে পাওয়া যায়নি। 

-বাবু/এ.এস




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত