শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
কয়লা নিয়ে পায়রা বন্দরে আরও এক জাহাজ
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২ জুলাই, ২০২৩, ৩:৩১ PM আপডেট: ০২.০৭.২০২৩ ৩:৪১ PM

পায়রা বন্দরে কয়লা নিয়ে ভিড়েছে এমভি পাভো ব্রেভ নামের আরো একটি বিদেশী জাহাজ। এতে রয়েছে ৩৬ হাজার ৫৭০ মেট্রিক টন কয়লা।

রোববার সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান।

বন্দর কর্তৃপক্ষ জানায়, শনিবার মধ্যরাতে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে জাহাজটি পায়রা বন্দরের আউটারেজে এসে পৌঁছায়। বর্তমানে পানামার পতাকাবাহী জাহাজটি ইনার অ্যাংকোরেজে নিয়ে আসা হচ্ছে। তাপবিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালু হওয়ার পর কয়লা নিয়ে আসা দ্বিতীয় জাহাজ এটি। ইনার অ্যাংকোরেজে পৌঁছানোর পর লাইটারের মাধ্যমে কয়লা খালাস কার্যক্রম শুরু হতে পারে।

গত ২২ জুন ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি অ্যাথেনা নামের একটি জাহাজ বন্দরে আসে। ওই কয়লা দিয়ে ২৫ জুন বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে যায়।

এর আগে ৫ জুন কয়লা সঙ্কটের কারণে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত