বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
দেশে পৌঁছেছে ৯৩ টন কাঁচা মরিচ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২ জুলাই, ২০২৩, ৮:০৪ PM
দেশে কাঁচা মরিচের দাম বৃদ্ধি ও ঘাটতি মেটাতে এ পর্যন্ত মোট  ৯৩ টন মরিচ আমদানি করা হয়েছে। আজ রোববার (বিকেল ৫টা পর্যন্ত) ৫৫ টন মরিচ দেশে এসেছে।

রোববার (২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম। তিনি জানান, ঈদের ছুটির পরে আজ (রোববার) বিকেল ৫টা পর্যন্ত ৫৫ টন কাঁচা মরিচ দেশে এসেছে। এখন পর্যন্ত ৩৬ হাজার ৮৩০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। দেশে এসেছে মোট ৯৩ টন।

প্রসঙ্গত, সম্প্রতি সারাদেশে ভারী বৃষ্টিপাতের কারণে কাঁচা মরিচের সরবরাহ কম দাবি করে এর দাম বৃদ্ধি করেছেন ব্যবসায়ীরা। দাম বাড়তে বাড়তে কোরবানির ঈদের আগের দিন থেকে রাজধানীর বিভিন্ন স্থানে এক হাজার থেকে ১২০০ টাকা কেজিতে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে। তবে বর্তমানে দাম কমে এলাকাভেদে ৬০০-৮০০ টাকা কেজিতে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত