ফরিদপুরে সি আর মামলায় (২৫/২০২১) এর আদালতে সাক্ষি দিয়ে ফেরার পথে বাদী মো. লুৎফর রহমান নান্নু খাঁর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে আসামিদের বিরুদ্ধে।
গতকাল রবিবার দুপুরে আদালত চত্বরের পাশে এ হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে হামলার শিকার মো. লুৎফর রহমান নান্নু খাঁ নিজেই বাদী হয়ে কোতোয়ালী থানায় হামলার ঘটনায় জরিত ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। হামলাকারিরা হলেন, ফয়েজ খান (৩০), চুন্নু খান (৪৫), উভয় পিং- রশিদ খান, মিরাজ খান (২৫), পিং- চুন্নু খান, সর্বসাং- নৈমুদ্দিন বিশ্বাসের ডাঙ্গী, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুরসহ অজ্ঞাত আরো ৩/৪ জন।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানাযায়, মামলার বাদী মো. লুৎফর রহমান নান্নু খাঁ আদালতে সাক্ষি দিয়ে বাড়ি ফেরার পথে আদালত চত্বরের পাশে হামলাকারি ফয়েজ খান বাদী নান্নু খাঁর পাঞ্জাবির কলার টেনে ধরে মাটিতে ফেলে দেয় পরে সবাই মিলে কিল ঘুষি মেরে তার গলার শ্বাসনালি টিপে ধরে ও লাথি মেরে শরীরে বিভিন্ন অংশে নিলা ফুলা জখম করে তার পকেটে থাকা মানিব্যাগ সহ ওই মামলার মূল্যবান কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে মামলার তদন্তকারী অফিসার কোতোয়ালী থানার এএসআই আনোয়ার হোসেন জানান, আমি অভিযোগ পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থল এবং বাদী বিবাদীর বাড়িতে গিয়েছি। তিনি বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বাবু/জেএম