বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
সড়কে পার্কিং ও অবৈধ দোকানের বিরুদ্ধে পুলিশের অভিযান
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩, ১২:৪৪ AM
কক্সবাজার সড়কে যত্রতত্র পার্কিং ও অবৈধ দোকানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ট্রাফিক বিভাগ ও জেলা পুলিশ৷

অভিযানের আওতায় সোমবার শহরের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকা জেলা সদর হাসপাতালের জরুরী বিভাগের সামনের রাস্তায় যত্রতত্র পার্কিং ও অবৈধ দোকান গুলো সরিয়ে নেয়া হয়৷

সোমবার সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দিনের নেতৃত্বে এ অভিযান চলে।

দৈনিক বাংলাদেশ বুলেটিনকে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দিন জানান, এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

তিনি জানান, যানজটমুক্ত ও পরিচ্ছন্ন পর্যটন নগরি গড়ার প্রত্যয়ে ট্রাফিক পুলিশের কার্যক্রম চলমান থাকবে।

এএসপি জসিম জানান, ফুটপাত দখল হলেই অ্যাকশন। কোনো অযুহাতে ফুটপাতে অবৈধ দোকান, হোন্ডা, গাড়ি কোনো জিনিস রাখা যাবে না। অভিযানে জেলা পুলিশ, ট্রাফিক পুলিশের সদস্য অংশ নেন।

এ সময় ফুটপাত দখল করে বসানো অবৈধ অস্থায়ী দোকানগুলো সরিয়ে নেয়া হয়।

এ ছাড়া ফুটপাতে পার্কিং করে রাখা মোটরসাইকেল ও সড়কের পাশে পার্কিং করে রাখা মোটরসাইকেল চালকদের যত্রতত্র গাড়ি পার্কিং না করতে অনুরোধ করা হয়৷

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত