খুলনা মহানগরী এলাকায় ডেঙ্গুর প্রকোপ রোধে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সোমবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এ কর্মসূচি গৃহীত হয়। কেসিসি’র কঞ্জারভেন্সি বিভাগ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম-সচিব) লস্কার তাজুল ইসলাম।
সভায় ডেঙ্গু প্রতিরোধকল্পে মহানগরী এলাকায় সচেতনতামূলক প্রচারণা বৃদ্ধিসহ মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার জন্য কঞ্জারভেন্সি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ প্রদান করা হয়। এছাড়া নিজ নিজ বাড়ির আঙিনা নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি এডিস মশার বংশ বিস্তারের স্থানসমূহ অর্থাৎ ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, মাটির পাত্র, ডাবের খোসা, টিনের কৌটা ইত্যাদিতে পানি জমতে না দেয়ার জন্য সভায় নগরবাসীর প্রতি আহবান জানানো হয়েছে।
কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো. আব্দুল আজিজ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, কঞ্জারভেন্সি অফিসার মো. আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী মো. সাহাবুল আলম ও শেখ মো. মাসুদ করিম, সহকারী কঞ্জারভেন্সি অফিসার মো. আব্দুর রকীব, নূরুন্নাহার এ্যানি, জিয়াউর রহমানসহ কঞ্জারভেন্সি পরিদর্শকগণ সভায় উপস্থিত ছিলেন।
বাবু/এ.এস