বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
স্বরূপকাঠিতে সন্ত্রাসী হামলায় স্বামী-স্ত্রী আহত
স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩, ৭:৪২ PM আপডেট: ১১.০৭.২০২৩ ৮:১৮ PM
স্বরূপকাঠির গাজিয়া গ্রামের অবনী মন্ডল ও তার স্ত্রী কদমরানী মন্ডলকে পিটিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। সোমবার সন্ধ্যায় বিশাল বাজারে অবনী মন্ডলের চা দোকানের সামনে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সন্ত্রাসী পুলক বেপারী ও  নিহার বেপারী লোহার রড দিয়ে ওই দম্পত্তিকে পিটিয়ে মারাত্মক জখম করে।

পরে স্থানীয়রা আহত দম্পতিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক মাথা ফেটে যাওয়া কদম রানীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। অবনী মন্ডল স্বরূপকাঠি হাসপাতালে ভর্তি রয়েছেন।  

এ ঘটনায় অবনী মন্ডল বাদী হয়ে একই গ্রামের পুলক বেপারী ও নিহার বেপারীকে আসামি করে মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান বাদীর ভাইপো ও মামলার স্বাক্ষী সৌরভ মন্ডল। 

জানাগেছে পূর্ব  বিরোধের জের ধরে এলাকার আলোচিত সন্ত্রাসী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি পুলক বেপারী ও  নিহার বেপারী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের  সুযোগ নিয়ে ওই দম্পত্তিকে বেদম মারপিট করে। 

এ বিষয় নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ওসি মো. জাফর আহমেদ বলেন, লিখিত অভিযোগ পেলে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত