বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
বিজয়নগরে কৃত্রিম রং মিশিয়ে নকল মশলা তৈরি
আশীষ সাহা, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩, ৮:০৯ PM
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের সাতবর্গ এলাকায় মনতলা রোাডে মরিচ, ধনিয়া ও হলুদের গুড়া মশলা তৈরি করতো নানা রকম বিষাক্ত কেমিক্যাল ও ধানের কুঁড়া দিয়ে। এমন অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ। 

আজ মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুধন্তি ইউনিয়নের সাতবর্গ বাসস্ট্যান্ড (মনতলা রোড) এলাকায় অভিযান পরিচালনা করে, মো. আনোয়ার হোসেন (৪১) নামে একজনকে আটক করা হয়। পরে তাকে অবৈধভাবে কৃত্রিম রং, ধানের কুঁড়া ও কেমিক্যাল ব্যবহার করে মরিচ, ধনিয়া, হলুদ এর নকল মশলা উৎপাদন করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তার অপরাধের জন্য ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে প্রেরণ করা হয়। 

অভিযান চলাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ, স্থানীয় জনপ্রতিনিধি ও থানার পুলিশ উপস্থিত ছিলেন।

কৃত্রিম রং, ধানের কুঁড়া ও কেমিক্যাল মিশিয়ে নকল মশলার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন,  আপনাদের এলাকায় আশেপাশে এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকলে আমাদেরকে অবশ্যই  অবগত করুন। আর সচেতনতা সৃষ্টি করুন। আপনারাও  নিরাপদ খাদ্য গ্রহণ করুন, আর সমাজের সকলকে নিরাপদ খাদ্য গ্রহণ করার সহযোগিতা করুন। 

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত