বগুড়ার শেরপুরে সংবাদ সংগ্রহ করতে যাওয়ার পথে দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন স্থানীয় এক সাংবাদিক। বর্তমানে তাঁর বাম চোখের অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় যাওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয় চক্ষু বিশেষজ্ঞরা।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই সাংবাদিক। অভিযোগে তিনি বলেছেন, হামলার সময় সাব্বির সুমন নামে একজনের নেতৃত্বে দুর্বৃত্তরা তাঁর শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারপিটসহ বামে চোখে গুরুতর আঘাত করেছে এবং যাওয়ার সময় তাঁর নিকট থেকে নগদ টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে গেছে।
গুরুতর আহত ওই সাংবাদিকের নাম মোহাম্মদ রুহুল আমিন। তিনি জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা ও দৈনিক দেশের কন্ঠ পত্রিকার স্থানীয় প্রতিনিধি এবং শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর মুন্সিপাড়া এলাকার মো. আজিজুর রহমানের ছেলে। বৃহস্পতিবার দুপুর ১২টায় একই ইউনিয়নের গোসাইবাড়ী বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু কুমার সাহা সেলফোনে জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাবু/জেএম