বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
প্রেম করায় বোনের শিরশ্ছেদ, মাথা হাতে থানায় ভাই
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ জুলাই, ২০২৩, ১০:৩৭ AM

প্রেম করায় ও প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার— ক্ষুব্ধ হয়ে নিজের আপন ছোট বোনকে শিরচ্ছেদ করে হত্যা করেছেন এক যুবক। এরপর সেই খন্ডিত মাথা নিয়ে নিজেই পুলিশের কাছে ধরা দিয়েছেন তিনি।

শুক্রবার (২১ জুলাই) ভারতের উত্তরপ্রদেশে ঘটেছে এমন লোমহর্ষক ঘটনা। বোনকে হত্যা করায় ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, উত্তরপ্রদেশের ফতেহপুরের মিথুয়ারা গ্রামের ১৮ বছর বয়সী তরুণী আসিফার সঙ্গে চাঁদ বাবু নামের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। তিনি কয়েকদিন আগ চাঁদ বাবুর সঙ্গে পালিয়ে যান। কিন্তু আসিফার পরিবারের অভিযোগের ভিত্তিতে চাঁদকে পুলিশ আটকও করে।

প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে আসিফার ২২ বছর বয়সী ভাই রিয়াজ ভীষণ ক্ষুব্ধ হন। এ নিয়ে তাদের মধ্যে প্রচন্ড ঝগড়া হয়। এর এক পর্যায়ে আসিফ তার ছোট বোনকে ধারালো ছুরি দিয়ে শিরচ্ছেদ করে হত্যা করেন।

স্থানীয় পুলিশের এসপি আশুতোষ মিসরা জানিয়েছেন, যখন পুলিশ রিয়াজকে আটক করে তখন সে তার বোনের খন্ডিত মাথা হাতে নিয়ে থানার দিকে আসছিল।

রিয়াজকে আটকের পর পুলিশ তাকে নিয়ে হত্যাকান্ডের ঘটনাস্থলে যায় এবং সেখান থেকে আসিফার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

অভিযুক্ত রিয়াজকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। প্রেমের সম্পর্ক নিয়ে বোনের সঙ্গে রিয়াজের প্রায়ই ঝগড়া হতো বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: এনডিটিভি

বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত