সোমবার ১৪ জুলাই ২০২৫ ৩০ আষাঢ় ১৪৩২
সোমবার ১৪ জুলাই ২০২৫
মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন বিএনপি নেতাকর্মীরা
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ জুলাই, ২০২৩, ১১:০৩ AM

বিএনপির তিন সংগঠনের উদ্যোগে শনিবার (২২ জুলাই) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হবে তারুণ্যের সমাবেশ। সমাবেশে অংশ নিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এখন খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন।

দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ইতিমধ্যে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা ছাড়াও ঢাকার আশপাশের জেলাগুলোর অসংখ্য নেতাকর্মী সোহরাওয়ার্দী উদ্যানে এবং এর আশপাশে জড়ো হয়েছেন। তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

নেত্রকোনা-৩ আসনের বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী প্রকৌশলীদের সংগঠন এ্যাবের সহসভাপতি প্রকৌশলী মো. মোস্তাফা-ই জামান সেলিম বলেন, কেন্দুয়া থেকে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে এরই মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছি। সবকিছু মিলিয়ে সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান প্রস্তুত। রমনাপার্ক, মৎস্যভবনের আশপাশের নেতাকর্মীদের জড়ো হওয়া দেখে মনে হচ্ছে আজ স্মরণকালের শ্রেষ্ঠ সমাবেশ হবে ইনশাআল্লাহ।

বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বিএনপি   নেতাকর্মীরা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত