মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
আরসার শীর্ষ কমান্ডার নূরসহ আটক ৬
সাইফুল ইসলাম, টেকনাফ
প্রকাশ: শনিবার, ২২ জুলাই, ২০২৩, ৫:৩৫ PM
কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে অভিযান চালিয়ে রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরাকান স্যালভেশন আর্মির (আরসা) শীর্ষ কমান্ডার নূর মোহাম্মদকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র‍্যাব-১৫। এ সময় একই সংগঠনের আরো পাঁচ সদস্য আটক হয়েছেন। 

শুক্রবার (২১ জুলাই) বিকেল ও গভীর রাতের অভিযানে তাদের আটক করা হয়।  আটক নূর মোহাম্মদ উখিয়া ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি/১৭ ব্লকের মৃত দিল মোহাম্মদের ছেলে। তার বিরুদ্ধে এক ডজনেরও বেশি মামলা রয়েছে বলে র‍্যাব জানায়।

র‍্যাব-১৫-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, শুক্রবার বিকেলে নূর মোহাম্মদকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কক্সবাজারের শামলাপুর-বাহারছড়া এলাকার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে বাকিদের গ্রেপ্তার করা হয়। অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ছাড়াও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত