বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জৈষ্ঠ্য পুত্র বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনের পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সোনাগাজী উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান শনিবার (৫ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, সহকারী কমিশনার (ভূমি) এস এম অনীক চৌধুরী, উপজলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু, সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ হাসান ইমাম প্রমুখ। সঞ্চালনা করেন, সোনাগাজী মাদ্রাসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির।
শেখ কামালের জন্মদিনে উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ন। এছাড়া শেখ কামালের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন পুষ্পমাল্য অর্পন করে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নানা আয়োজনে দিনটি পালন করা হয়।
বাবু/এ.এস