হত্যার অপরাধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার (৪ আগস্ট) রাতে রাজশাহী নগরীর লক্ষীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রোববার (৫ আগস্ট) সকালে র্যাব-৫ অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত আসামির নাম মন্জুর মোর্শেদ মুন্জু ওরফে রাজু উদ্দীন মন্জুর মোর্শেদ। তিনি নওগাঁর বদলগাছী উপজেলার উত্তর শ্যামপুরের মৃত আছির মন্ডলের ছেলে। সম্প্রতি দিনাজপুরের পাবর্তীপুর উপজেলার ইসলামপুর এলাকায় বাস করতেন তিনি।
র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ সদর কোম্পানীর একটি দল জানতে পারে, রাজশাহী নগরীর রাজপাড়া থানার লক্ষীপুর এলাকায় নওগাঁর বদলগাছী থানার হত্যা মামলা নং-২, তারিখ-০৩/১০/১৯৮৭ এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মন্জুর মোর্শেদ মুন্জু ওরফে রাজু উদ্দীন মন্জুর মোর্শেদ অবস্থান করছে। বিষয়টি জানা মাত্রই র্যাবের ওই দল শুক্রবার রাত সোয়া ৯টার দিকে নগরীর রাজপাড়া লক্ষীপুর এলাকা থেকে আসামি মন্জুর মোর্শেদ মুন্জু ওরফে রাজু উদ্দীন মন্জুর মোর্শেদকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি ওই হত্যা মামলায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয়।
বাবু/জেএম