রবিবার ১৭ আগস্ট ২০২৫ ২ ভাদ্র ১৪৩২
রবিবার ১৭ আগস্ট ২০২৫
ইমরানের বিরুদ্ধে দেওয়া রায় বাতিলের আপিল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩, ১০:০৪ AM

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ(পিটিআই) তার বিরুদ্ধে তোশাখানা মামলায় দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছে। তারা জানায়, পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী ন্যায়বিচার পাননি। গতকাল সোমবার দলটির পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছে।

পিটিআই জানায়, তারা চায় সর্বোচ্চ আদালত অতিরিক্ত জেলা ও দায়রা জজ হুমায়ন দিলওয়ারের দেওয়া রায় খারিজ করে দিক।

রাষ্ট্রীয় উপহার কেনাবেচা (তোশাখানা) দুর্নীতি মামলায় তিন বছরের সাজা হওয়ার পর গত শনিবার ইমরানকে লাহোরের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় ও তিনবছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

তাকে ইসলামাবাদের কাছে অ্যাটাক জেলা কারগারে রাখা হয়েছে। যদিও ইমরান দাবি করেন উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

এদিকে ইমরান খানের কারাগার পরিবর্তনে আবেদন করেছে পিটিআই। গতকাল ইসলামাবাদের হাইকোর্টে করা আবেদনে বলা হয়, তাকে অ্যাটক কারাগার থেকে আদিয়াল কারাগারে নেওয়া হোক। একই সঙ্গে তাকে বিশেষ সুবিধা দেওয়ার আহ্বান জানিয়েছে দলটি। এই আবেদনের আগে ইসলামাবাদে নাঈম সাংবাদিকদের বলেন, ইমরান খানকে কারাগারে অপেক্ষাকৃত ভালো পরিবেশে রাখার জন্য আইনজীবী দলের পক্ষ থেকে কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হবে।

নাঈমের দাবি, অধিকার অনুযায়ী কোনো রাজনৈতিক বন্দিকে এ-ক্লাস সেলে রাখার কথা থাকলেও ইমরানকে সি-ক্লাস সেলে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন তার আইনজীবীরা। কারণ, কারাগারে রাজনৈতিক বন্দীদের টেলিভিশন, সংবাদপত্র এবং বইসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হয়। অথচ ইমরানকে সি ক্লাস সেলে রাখা হয়েছে।

আইনি দল বলেছে, তারা জামাকাপড়, খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ করতে এবং স্বাক্ষর নিতে ইমরানের সঙ্গে যোগাযোগ করতে চায়। কারা কর্তৃপক্ষ পিটিআই চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের অনুমতি দেয়নি এবং আইনজীবীদের পাওয়ার অব অ্যাটর্নি পেতে পরে আসতে বলেন।

বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত