শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৫ আগস্ট ২০২৫
খুলনায় নিয়ন্ত্রণ হারানো ট্রাকের চাপায় মুদি ব্যবসায়ী নিহত
সৈকত মো. সোহাগ, খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩, ১১:১২ AM

খুলনা জেলা রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর বাজারে দশ চাকার ট্রাক চাপায় অশোক রায় (৫৫) নামে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছে।

এ ঘটনাটি ঘটেছে সোমবার ৭ই আগস্ট রাত আনুমানিক ১০টার দিকে। নিহত অশোক রায় ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ গ্রামের মৃত বনমালী রায় এর ছেলে। ঘাতক ট্রাকটি আটক করেছে স্থানীয়রা। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়- রাত ১০টার দিকে কুষ্টিয়া ট- ১১-২৫৭৭ নাম্বারের একটি মালবাহী ট্রাক আলাইপুর থেকে ব্রিজের উপর উঠতে থাকে।

এ সময় ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে দ্রুত গতিতে পিছনের দিকে চলে এসে একটি ফলের দোকান ও একটি মুদি দোকানে প্রবেশ করে। এতে দোকান দু’টি একেবারেই ভেঙ্গে গুড়িয়ে যায়।

পরিস্থিতি বেগতিক দেখে ফল ব্যবসায়ী স্বপন পাল (৪৫) দৌঁড়ে সরে গেলেও মুদি দোকানি অশোক রায় ট্রাকের নিচে চাপা পড়ে।

এসময় পার্শ্ববর্তী ব্যবসায়ী ও স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় অশোক রায়কে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডিউটিরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আটক ট্রাকটি বর্তমানে থানা পুলিশ হেফাজতে রয়েছে। তার মৃত্যতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত