শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৫ আগস্ট ২০২৫
ঈশ্বরদীতে বালু ধসে দুই শিশুর মৃত্যু
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩, ১১:৩১ AM আপডেট: ০৮.০৮.২০২৩ ১১:৩৪ AM

পাবনার ঈশ্বরদীতে বালু চাপায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার সাঁড়া ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তী সাঁড়া ঘাটে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো সাঁড়া ৫ নম্বর ঘাট এলাকার হাসান আলীর ছেলে জিহাদ হোসেন (১০) ও একই এলাকার আশরাফুল ইসলামের ছেলে হিমেল (৯)। তারা দুজনই সাঁড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, বিকেলে স্কুল ছুটির পর প্রতিদিনের মত সাঁড়া ঘাটের ব্লকপাড়ার পদ্মা নদীর তীরে বালু ব্যবসায়ী মারুফ হোসেনের বালুর স্তূপের নিচে খেলছিল জিহাদ ও হিমেল। বৃষ্টিতে বালুর স্তূপ ভেঙে দুজনের ওপর পড়ে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিবারের সদস্যরা তাদের খুজতে গিয়ে বালুর স্তূপে পা বের হয়ে থাকতে দেখেন। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বালু ব্যবসায়ী মারুফ হোসেন বলেন, ওই দুই শিশু আমার বালুর খামালের পাশে খেলা করছিল। বৃষ্টি দেখে ঐ দুই শিশু বালুর খামালে গিয়ে বালু গর্ত করে বসে ছিলো। পরে বৃষ্টির পানিতে বালু ধসে তাদের উপর পরে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শফিকুল ইসলাম শামীম বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর চিকিৎসকরা তাদের মৃত অবস্থায় পান।

সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার বলেন, ঘটনা শুনে আমি হাসপাতালে গিয়েছিলাম। গিয়ে দেখি দুটি শিশুই মারা
গিয়েছে। 

বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত