রাজবাড়ী বালিয়াকান্দিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন হয়েছে।
মঙ্গলবার (৮ আগষ্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, সহকারী কমিশনার ভূমি মো হাসিবুল হাসান, উপজেলা আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মোল্লা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন ফেরদৌস, জংগল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কল্লোল কুমার বসু প্রমুখ।
এসময় বক্তারা মহান মুক্তিযুদ্ধ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের অবদানের বিষয়ে তুলে ধরেন এবং তার জীবনের ওপর আলোকপাত করেন।
আলোচনা শেষে অস্বচ্ছল নারীদের মাঝে সেলাইমেশিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বাবু/এ.এস