বৃহস্পতিবার ৭ আগস্ট ২০২৫ ২৩ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ৭ আগস্ট ২০২৫
প্রবল বর্ষণে ব্রিজ ভেঙে দীঘিনালা-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বন্ধ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩, ৩:০১ PM

ভারী বর্ষণ ও ছড়ার তীব্র পানির স্রোতে জামতলী ব্রিজের একাংশ ভেঙ্গে পড়ায় দীঘিনালা-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৮ আগষ্ট) সকাল থেকে দীঘিনালার জামতলী বেইলি ব্রিজের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের চেষ্টা করছেন ঠিকাদারের লোকজনসহ এলাকাবাসী।

স্থানীয় এলাকার বাসিন্দা মো. আফজাল হোসেন (আফজু) জানান, ভোরে প্রবল বর্ষণে ছড়ার তীব্র স্রোতে ব্রিজের পূর্ব পাড়ের সংযোগ সড়ক ভেঙ্গে যায়। প্রবল স্রোতে জামতলী বেইলি সেতুর একপাশের ভরাটকৃত মাটি সরে গিয়ে সেতুটি যান চলাচলের অযোগ্য হয়ে পড়ে। 
বর্তমানে দীঘিনালা-খাগড়াছড়ি সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। স্থানীদের সহযোগিতায় যানচলাচল স্বাভাবিক করতে কাজ করা হচ্ছে। 
মেরামতের পর এখন থ্রি হুইলার এবং মোটরসাইকেল এবং লোকজন পায়ে হেটে চলাচল করছে।

বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত