বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব’র ৯৩তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে সেলাই মেশিন বিতরণ, অনলাইনে টাকা প্রদান অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ফিরোজ আলি, উপজেলা সমাজসেবা অফিসার নুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আ. হামিদ ও গণমাধ্যমকর্মীরা।
সভা শেষে ৮ জন অসহায় দুস্থ নারীদের মাঝে শেলাই মেশিন বিতরণ ও অনলাইন এর মাধ্যমে ৮ জন অসহায় দুস্থ নারীকে ২ হাজার টাকা করে প্রদান করা হয়। এছাড়া বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর আত্মজীবনী তথ্য আপা অফিস প্রদর্শন করে।
বাবু/জেএম