মানিকগঞ্জের হরিরামপুরে গোপীনাথপুর ইউনিয়নের ছোট বাহাদুরপুরে পদ্মা নদীতে ডুবুরি টীমের ইঞ্জিনিয়ার আমান উল্লাহ (২৫) নিখোঁজ হয়েছে। তিনি খুলনার রুপসা উপজেলার দেয়াড়া গ্রামের খান রজব আলির ছেলে।
হরিরামপুর থানা ওসি সুমন কুমার আদিত্য বলেন , উপজেলার রামকৃষ্ণপুর থেকে গোপীনাথপুর পর্যন্ত ৪ কি.মি. পদ্মা নদীর তীর রক্ষার কাজ করছে এস কে ইমদাদুল হক এন্ড জামিল ইকবাল কোম্পানি নামের প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির কনসালটেন্ট ফার্মের ডুবুরি টিমের ইঞ্জিনিয়ার আমান উল্লাহ সোমবার ১২টার দিকে নদীতে ফেলা জিও ব্যাগ নিয়মমাফিক ফেলা হয়েছে কি না দেখার জন্য অক্সিজেন মাস্ক এবং ডুবুরির যাবতীয় সরঞ্জামসহ আরেক ডুবুরি মীর সাজ্জাদ হোসেন (৫১)কে নিয়ে পানির নিচে যায়। ১৫ মিনিট পর আমান উল্লাহ ভেসে উঠে সাহায্যের জন্য হাত উঁচু করলে নদীর পাড়ে থাকা অপর ডুবুরি জাহিদ পানিতে নামে। কিন্তু ততক্ষণে আমান উল্লাহ পানিতে কিছু সময় ভেসে থেকে তলিয়ে যায়। এরপর থেকে অন্যান্য ডুবুরিরা খুঁজতে থাকে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বেড়িবাধের সাইট একাউন্স ম্যানেজার প্রদীপ বিশ্বাস জানান, আমি ছুটিতে আছি, তবে বাঁধের কাজে থাকা লোকজন আমাকে জানিয়েছে, কনসালটেন্ট ড্রাইভিং টিমের রিপোর্ট দেয়ার জন্য ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়গুলো আমান উল্লাহ দেখাশোনা করতো। তিনি নিজেই আজ দুপুরে রিপোর্ট করার জন্য পানিতে নামেন। পরবর্তীতে পানির নিচ থেকে উঠে না আসায় খোঁজাখুঁজি চলছে। সন্ধ্যা নাগাদ আমান উল্লাহর কোন সন্ধান মেলেনি।
বাবু/জেএম