সোমবার ২৮ জুলাই ২০২৫ ১৩ শ্রাবণ ১৪৩২
সোমবার ২৮ জুলাই ২০২৫
বিয়ের পরে বিছানায় ঠাঁই হয়নি নওরীনের, ঘুমাতেন ফ্লোরে
ইবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ আগস্ট, ২০২৩, ৮:২১ PM আপডেট: ১২.০৮.২০২৩ ১১:০৮ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী নওরীন নুসরাত স্নিগ্ধাকে বিয়ের পরে স্বামীর পরিবার থেকে তাকে পাশবিকভাবে নির্যাতন করা হয়েছে। তাকে বিছানায় ঘুমাতে দেওয়া হয়নি ঘুমাতেন ফ্লোরে। তার হাতের রান্না না খেয়ে ফেলা দেওয়া হত জানালা দিয়ে। সারাদিন রুমে বন্দী করে রাখা হয়েছিল। সে অসুস্থ ছিল তার নিয়মিত ঔষধ সেবন বন্ধ করে দেওয়া হয়েছিল।

পরিবার ও অন্যদের সাথে যোগাযোগে বাধা দেওয়া হয়েছিল। বিয়ের পূর্বে স্নাতকোত্তর সম্পন্ন করবার কথা জানালেও তার পড়ালেখাতে দেওয়া হচ্ছিল বাধা। নাম প্রকাশে অনিচ্ছুক নওরীনের পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র প্রতিবেদকের কাছে এসব কথা বলেন।

সূত্র আরও বলেন, মৃত্যুর দিন নওরীনের বাবা তার বাসায় যেতে চেয়েছিলেন। তবে তার হাসবেন্ড সন্ধ্যা ৬ তার পরে সেখানে প্রবেশ করতে বলেন। ৬টার পূর্বে প্রবেশের জন্য মানা করেন। নওরীনের পরিবারের খুব ভয়ে আছে। তারা এসকল বিষয়ে চাপে মুখ খুলতে পারছে না। 

সূত্র আরও বলেছেন, এটি হত্যা নাকি আত্মহত্যা সেটা নিয়ে সন্দেহ হচ্ছে। আত্মহত্যা হলেও তাকে আত্মহত্যার জন্য প্ররোচিত করা হয়েছে। এ ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি। 

উল্লেখ্য, গত মঙ্গলবার (০৮ আগস্ট) বিয়ের ১৬তম দিনে সাভারের আশুলিয়া এলাকার ৬ তলা একটি ভবন থেকে পড়ে নওরীন নুসরাতের মৃত্যু হয়। আগে গত ২১ জুলাই তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। প্রাথমিকভাবে পুলিশ এটি আত্মহত্যা বলে জানান।

এদিকে নওরীন নুসরাতের রহস্যজনক মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। শনিবার (১২ আগস্ট) আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এসময় বক্তরা সে আত্মহত্যা করেছেন নাকি তাকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে এসব অভিযোগ তুলেন। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করেছেন।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত