বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
জেলেদের মাঝে চাল বিতরণ
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩, ৫:১২ PM
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ডিজিএফের আওতায় চলতি বছরে ইলিশের প্রজনন মৌসুমে ৬৫ দিন মাছ ধরা থেকে বিরত থাকা উপজেলাধীন সোনাইছড়ি ইউনিয়নের  ৯৭২ জন জেলেদের মধ্যে ৩০ কেজি হারে ২৯.১৬০ মেট্রিক টন ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

এর আগে প্রথম ধাপে সোনাইছড়ি ইউনিয়নের মৎস্যজীবী জেলে পরিবারের মাঝে জন প্রতি ৫৬ কেজি করে ৯৭২ জনকে ৫৪.৪৩২ মে.টন এবং দ্বিতীয় ধাপে জন প্রতি ৩০ কেজি করে ৯৭২ জন মৎস্যজীবী জেলে পরিবারের মাঝে ২৯.১৬০ মে.টন ভিজিএফ চাল (খাদ্য সহায়তা) বিতরণ করা হয়েছে। 

আজ রবিবার (১৩ আগষ্ট) সকাল ১০টায় উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের আয়োজনে মৎস্যজীবি জেলেদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়।
  
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দীন চৌধুরী, সমবায় কর্মকর্তা এম এ শহিদ ভূঁইয়া, সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির আহমেদ, সোনাইছড়ি ইউপি সচিব অমর কান্তি শীল, মৎস্য অফিসের ডাটা-ইনুমেরেটর রাসেল দাশ প্রমুখ।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত