শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
ইরানে শিয়া মাজারে আবারো প্রাণঘাতী হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ আগস্ট, ২০২৩, ১১:০৩ AM

ইরানের দক্ষিণাঞ্চলীয় নগরী শিরাজে একটি মাজারে হামলায় অন্তত একজন নিহত হয়েছে। এছাড়া আরো তিনজন আহত হয়েছে। এক বছরের মধ্যে মাজারটিতে এটি ছিল দ্বিতীয় প্রাণঘাতী হামলা। হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। সশস্ত্র উগ্রবাদী গ্রুপ আইএসআইএল (আইএসআইএস) তাদের আমাক ওয়েবসাইটে একটি ভিডিও প্রকাশ করে হামলার দায়দায়িত্ব স্বীকার করেছে।

ইরানের ইসলামিক রেভুলশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রাদেশিক কমান্ডার ইয়াদুল্লাহ বাউলি রাষ্ট্রীয় মিডিয়ায় বলেছেন, এক বন্দুকধারী রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শাহ চেরাগ মাজারে ঢুকে 'সন্ত্রাসী' হামলা চালায়।

তিনি বলেন, হামলাকারীর কাছে একটি অ্যাসাল্ট রাইফেল এবং ২৪০টি বুলেটসহ আটটি ম্যাগজিন ছিল। তাকে আটকের আগেই ১১টি গুলি তিনি করে ফেলেছিলেন।

অনলাইনে প্রকাশিত ভিডিওগুলোতে দেখা যায়, লোকজন মাজারের বাইরে আতঙ্কে দৌড়াচ্ছেন। মাজারের দেয়াল এবং জানালাগুলোতে বুলেটের দাগ রয়েছে।

মাজারটি ফার্স প্রদেশে অবস্থিত। এটি শিয়াদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পবিত্র স্থান। ২০২২ সালের ২৬ অক্টোবরেও একই ধরনের হামলা হয়েছিল। ওই সময় এক বন্দুকধারী স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে হামলা করেছিল। তাতে ১৩ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছিল। পরে নিরাপত্তা বাহিনী তাকে গুলি করে হত্যা করেছিল।

সূত্র : আল জাজিরা

বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ইরান   হামলা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত