সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
নবীনগরে ছেলের হাতে বাবা খুন, আটক ১
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ আগস্ট, ২০২৩, ৭:০৭ PM
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুত্রের হাতে পিতা খুন হয়েছে। সোমবার দুপুরে নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের কাঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাঁঠালিয়া গ্রামের লিল মিয়া (৭৫) তার ছেলে জসিম মিয়া (৪০)কে বাড়ির পাশের জমি থেকে পাটগাছ কেটে আনতে বলায়, জসিম তার বাবার সাথে তর্ক বির্তক শুরু করে। এক পর্যায়ে ঘরে থাকা কাঠের সিয়া দিয়ে তার বাবা লিল মিয়ার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশপাশের বাড়ির লোকজন তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

পিতার মাথায় আঘাত করে জসিম কাঁঠালিয়া গ্রামের কবরস্থানের পাশে বসে থাকলে পুলিশ খবর পেয়ে তাকে ওই স্থান থেকে আটক করে। গ্রামবাসী জানায়, জসিম মানসিক রোগী, দীর্ঘদিন ধরে তার চিকিৎসা চলছে। 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ওসি (তদন্ত) মো. সোহেল বলেন, নিহত লিল মিয়ার ছেলে জসিম মানসিক অসুস্থ, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এবং জসিমকে কাঠালিয়া কবরস্থানের পাশ থেকে আটক করা হয়েছে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত