১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত শহীদদের স্মরণে বরিশালে যথাযথভাবে গভীর শ্রদ্ধার সাথে জাতীয় শোক দিবসে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
দিবসের প্রথম প্রহরের নগরীর সোহেল চত্বরে বঙ্গবন্ধুসহ শহীদদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বিসিসি বর্তমান মেয়র ও নব-নির্বাচিত মেয়র সহ জেলা ও মহানগর আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন। রাতের প্রথম প্রহরের ১২টা ১ মিনিটে ফুলেল শ্রদ্ধা জানান, বিসিসির বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও কাউন্সিলর বৃন্দ সহ নগরভবন কর্তৃপক্ষ,পরে নগর আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর হোসাইন, সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সহ দলীয় নেতৃবৃন্দ। এরপর শ্রদ্ধা জানান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস সহ নেতাকর্মীরা।
সকালে একই স্থানে শ্রদ্ধা জানিয়েছেন নব-নির্বাচিত সিটি মেয়র আবুল খায়ের খোকন সেরনিয়াবাত ও নবনির্বাচিত কাউন্সিলর বৃন্দ সহ মহানগর আওয়ামী লীগের বিভক্ত গ্রুপের একটি অংশ। সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।
এছাড়া দিনটিকে কেন্দ্র করে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেছেন জেলা প্রশাসন। এদিকে সকাল সাড়ে ১০টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুরালে প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার মো. শওকত আলী, রেঞ্জ ডিআইজি জামিল হাসান, পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, জেলা প্রশাসক শহিদুল ইসলাম সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
এদিকে বেলা ১২টার দিকে জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে সোহেল চত্বর থেকে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে এক বিশাল শোক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যলয়ে এসে শেষ হয়। পরে এখানে ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ।
এসময় শোক র্যালির চলাকালীন সময়ে বর্তমান মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন রাজনীতি থাকলে মাঠে পতিপক্ষ অবশ্যই থাকবে। কোন অপশক্তি বঙ্গবন্ধু ও মানবতার মা জননেত্রী শেখ হাসিনার আওয়ামী লীগকে কেহ কোন ক্ষতি করতে পারবে না। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের দুয়ারে মাথা উঁচু করে ঘুরে দাঁড়িয়েছে সামনে স্মাট বাংলাদেশ গড়ার মাধ্যমে আরো এগিয়ে যাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাংলাদেশ।
এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষে মহানগর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের আয়োজনে প্রতিটি ওয়ার্ডে দুপুরে ১৫ই আগস্টে বঙ্গবন্ধু সহ বিভিন্ন শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে কোরান খতম সহ দোয়া মোনাজাত এবং কাঙ্গালী ভোজের আয়োজন করে।
বাবু/জেএম