কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ১৫ আগস্ট দিনব্যাপী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে অনুষ্ঠিত কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, বঙ্গবন্ধুর উপর প্রামাণ্যচিত্র চলচিত্র প্রদর্শনী, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, জাতীয় শোক দিবসের উপর তাৎপর্যপূর্ণ আলোচনা সভা, দোয়া মাহফিল, যুবকদের মাঝে যুব ঋণের চেক বিতরণ ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ও পলাশ মল্লিক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান। অনান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, নাগরিক সমাজের সভাপতি এড. আবুবকর সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, ছাত্রী তাহিয়া তাবাচ্ছুম আদৃতা ও খাদিজা সুলতানা জীম।
এদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের পরিচালনায় অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচি শেষে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সহ-সভাপতি এড. রফিকুল ইসলাম পিটু, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদ, উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক মুনছুর আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল গফ্ফার, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন প্রমুখ।
অপরদিকে কেশবপুর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ আজিজুর রহমান খানের সভাপতিত্বে ও ভাষা প্রশিক্ষক ইমদাদুল হকের সঞ্চালনায় টিটিসির হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মনোজ তরফদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। আরো বক্তব্য রাখেন টিটিসির ট্রেইনার জামাল উদ্দীন ও হুমায়ুন কবির। দোয়া পরিচালনা করেন হাফেজ এমাজ উদ্দিন।
এছাড়াও কেশবপুর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মাষ্টার জাফর ইকবালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিসুর রহমানের পরিচালনায় জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। এবং কেশবপুর বাস-মিনিবাস-ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক সুব্রত মুখার্জী উজ্জ্বলের পরিচালনায় জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।
বাবু/জেএম