সোমবার ১৪ জুলাই ২০২৫ ৩০ আষাঢ় ১৪৩২
সোমবার ১৪ জুলাই ২০২৫
শোক দিবসে তিতুমীর কলেজে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত
মেহেদী হাসান পিয়াস, সরকারি তিতুমীর কলেজ
প্রকাশ: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩, ৮:৪৯ PM
স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি তিতুমীর কলেজে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে কলেজের পক্ষ থেকে ধানমন্ডি ৩২ নম্বরে ও কলেজ প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অধ্যক্ষ। এসময় কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তিতুমীর কলেজের অধ্যক্ষ ফেরদৌস আরা বেগম, ড. মোছা. জোহরা সুলতানা রুনীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাসিরুদ্দিন ইউসুফ, চলচ্চিত্র পরিচালক ও বিশিষ্ট নাট্যজন, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মুহাম্মদ মহিউদ্দিন উপাধ্যক্ষ সরকারি তিতুমীর কলেজ। 

প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে নাসির উদ্দিন ইউসুফ বলেন, বঙ্গবন্ধু এই দেশকে ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত করে সোনার বাংলায় পরিণত করেছেন। তাই মুক্তিযুদ্ধের রাজনীতি, মুক্তিযুদ্ধের সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের আদর্শকে লালন করে জাতিকে সামনে এগিয়ে যেতে হবে। 

আলোচনা সভায় অধ্যক্ষ ফেরদৌস আরা বেগম শোকাবহ মাস আগষ্টের বর্ণনা করে বলেন, ইতিহাসের নিষ্ঠুরতম ও কলঙ্কজনক অধ্যায়ে স্বাধীনতা ও বঙ্গবন্ধুর বিরুদ্ধে ঘাতকচক্র ও হত্যাকাণ্ডের সাথে জড়িত সবাইকে শাস্তির আওতায় আনা হোক।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিয়ে ১৫ আগস্টের এই শোক দিবসে আমাদের প্রত্যয় হোক, এই শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ প্রতিষ্ঠায় উদার গণতান্ত্রিক ব্যবস্থায় ধর্ম-বর্ণ নির্বিশেষে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ প্রতিষ্ঠা করব।

অনুষ্ঠানের শেষে ১৫ আগস্টের সব শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল আয়োজন করা হয়। পরে জোহরের নামাজের পর তিতুমীর কলেজের মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত