বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা। এ বছর ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৬৬ হাজার ৪১৮ জন নিয়মিত পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। চার জেলার ২৯৩টি প্রতিষ্ঠানের ৯০টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
গত বছরের চেয়ে এ বছর ৩ হাজার ২৬৭ জন বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে বলে জানা গেছে। গত বছরে পরীক্ষার্থী ছিল ৬৩ হাজার ১৫১ জন। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামাল জানান, এ বছর মোট পরীক্ষার্থী ৬৬ হাজার ৪১৮ জন তন্মধ্যে ছাত্র ৩৬ হাজার ১৮৭ জন এবং ছাত্রীর সংখ্যা ৪০ হাজার ৪৭৪ জন। ছাত্রের চেয়ে ছাত্রী পরীর্ক্ষাথী বেশী ৪ হাজার ২৮৭ জন। জেলা ওয়ারী মোট পরীক্ষার্থী ময়মনসিংহে ৩৩১৪২, নেত্রকোণায় ১২৭৫১, জামালপুরে ১৩৩৬৫ ও শেরপুরে ৭১৬০ জন।
সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের ব্যাপারে পরিদর্শন ও মনিটরিং টিম কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।
বাবু/জেএম