বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
ময়মনসিংহ বোর্ডে এ বছর বেড়েছে এইচএসসি পরীক্ষার্থী
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩, ৫:৩৪ PM
বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা। এ বছর ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৬৬ হাজার ৪১৮ জন নিয়মিত পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। চার জেলার ২৯৩টি প্রতিষ্ঠানের ৯০টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।  

গত বছরের চেয়ে এ বছর ৩ হাজার ২৬৭ জন বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে বলে জানা গেছে। গত বছরে পরীক্ষার্থী ছিল ৬৩ হাজার ১৫১ জন। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামাল জানান, এ বছর মোট পরীক্ষার্থী ৬৬ হাজার ৪১৮ জন তন্মধ্যে ছাত্র ৩৬ হাজার ১৮৭ জন এবং ছাত্রীর সংখ্যা ৪০ হাজার ৪৭৪ জন। ছাত্রের চেয়ে ছাত্রী পরীর্ক্ষাথী বেশী ৪ হাজার ২৮৭ জন। জেলা ওয়ারী মোট পরীক্ষার্থী ময়মনসিংহে ৩৩১৪২, নেত্রকোণায়  ১২৭৫১, জামালপুরে  ১৩৩৬৫ ও শেরপুরে ৭১৬০ জন। 

সুষ্ঠু, নকলমুক্ত ও  শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের ব্যাপারে পরিদর্শন ও মনিটরিং টিম কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত