কমলগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ৩নং মুন্সীবাজার ইউনিয়ন শুক্রবার (২৫ আগস্ট) বিকালে পরিষদ মিলনায়তনে ইউনিয়ন কৃষকলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্তিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যকরী সংসদের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক নবারুণ দাস রিপন।
মুন্সিবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা ওয়াকিল আহমেদ এর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন মুন্সিবাজার ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক হরিপদ দাশ, সাবেক ইউপি সদস্য মদরিছ আলী, শ্রীমঙ্গল পৌর শ্রমিকলীগের আহবায়ক অর্জুন দাশ প্রমুখ।
বাবু/জেএম