নীলফামারীর ডোমার উপজেলায় আইন শৃঙ্খলা, চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্য নিরোধ, সন্ত্রাশ ও নাশকতা প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সামাজিক সম্প্রতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় নিজস্ব হলরুমে সভাগুলোর আয়োজন করেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম (বিপিএএ) এর সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ সভাগুলোর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ,ওসি মাহমুদ উন নবী, পৌর প্যানেল মেয়র সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী, ইউপি চেয়ারম্যানগণ, সীমান্তে বিজিবি’র ক্যাম্প কমান্ডারগণ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলায় আইন শৃঙ্খলা উন্নতি, মাদকদ্রব্য বিক্রয় ও সেবন কঠোর হস্তে দমন করা হচ্ছে বলে জানানো হয়।
বাবু/জেএম