শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
ইসরাইলি মন্ত্রীর সাথে সাক্ষাত, লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাময়িক বরখাস্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩, ১১:১৭ AM

ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইলি কোহেনের সাথে সাক্ষাতের কারণে লিবিয়ার জাতীয় ঐক্য সরকার দেশটির পররাষ্ট্রমন্ত্রী নাজলা মানগুইশকে সাময়িক বরখাস্ত করেছে। দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও এই সাক্ষাতের কারণে তাকে এই শাস্তি দেয়া হয়। তার বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশও দিয়েছে লিবিয়ার সরকার। ইসরাইলি পক্ষ থেকেই এই বৈঠকের খবরটি প্রকাশ করা হয়েছিল।

লিবিয়ার রাষ্ট্রপ্রধান হিসেবে কার্যক্রম পরিচালনাকারী প্রেসিডেন্টিয়াল কাউন্সিল কথিত ওই সাক্ষাত নিয়ে ক্ষোভ প্রকাশ করার পর লিবিয়ার জাতীয় ঐক্য সরকারের প্রধান নাজলাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেন।

লিবিয়ার রাজনীতিতে উপদেষ্টার ভূমিকা পালনকারী হাই স্টেট কাউন্সিলও ওই বৈঠক নিয়ে 'বিস্ময়' প্রকাশ করে। উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এ ব্যাপারে জবাব আহ্বান করা হয়। এছাড়া লিবিয়ায় ওই বৈঠকের প্রতিবাদে ছোট একটি বিক্ষোভও হয়।

এদিকে ওই বৈঠকের ব্যাপারে এক বিবৃতিতে ইসরাইল জানায়, দুই মন্ত্রী সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন।

তবে লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক ব্যাখ্যায় জানিয়েছে, নাজলার সাথে ইসরাইলের কোনো প্রতিনিধির বৈঠক হয়নি। যেটা ঘটেছে যেটা হলো 'ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়েরর একটি সভার সময় অপ্রস্তুত, সাধারণ সাক্ষাত।'

লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায়, 'সাক্ষাতে কোনো ধরনের আলোচনা, চুক্তি বা পরামর্শ হয়নি।'

ইসরাইল ২০২০ সাল থেকে তথাকথিত 'আব্রাহাম অ্যাকর্ডের' আলোকে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদানের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে।

সূত্র : আরব নিউজ

বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  পররাষ্ট্রমন্ত্রী   লিবিয়া  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত