রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
প্রেমিক সেজে প্রতারণা, পর্নোগ্রাফি মামলায় আটক ২
সুভাষ বিশ্বাস, নীলফামারী
প্রকাশ: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩, ১২:২২ PM

নীলফামারীর জলঢাকার কলেজ ছাত্রীর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে তুলে নওগাঁ জেলার নিয়ামতপুর বাজারের সেন্টু রহমান। একপর্যায়ে বিভিন্ন ধরনের ছবি আদান প্রদান করতে করতে ভুক্তভোগী কলেজছাত্রীর নিকট  বেশ কিছু ব্যক্তিগত ছবি হাতিয়ে নেয় প্রতারক সেন্টু রহমান। পড়ে তার বন্ধু মো. সাইদুল রহমান এর সহযোগিতায় ছবিগুলো এডিট করে অশ্লীল ছবি তৈরি করে।

এরপর দুই বন্ধু মিলে অশ্লীল ছবিগুলো দেখিয়ে অর্থ দাবি করে। টাকা পয়সা না দিলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার হুমকি প্রদর্শন করে। এ বিষয়ে ভুক্তভোগী কলেজ ছাত্রী জলঢাকা থানায় (১ আগষ্ট) লিখিত অভিযোগ করলে নীলফামারী জেলা পুলিশ সুপার মো. গোলাম সবুর, পিপিএম-সেবার নির্দেশনায়, অফিসার ইনচার্জ, জলঢাকা থানা এর নেতৃত্বে  তথ্য প্রযুক্তির মাধ্যমে  আসামী মো. সেন্টু রহমান(২৩), পিতা- মো. মোস্তফা কামাল, সারোযার হোসেন (২৫), পিতা- মো. সাইদুল রহমানকে শনাক্ত করে নওগাঁ জেলার নিয়ামতপুর থানার শিবপুর বাজারে (২৭ আগস্ট) বিকাল ৫টার সময় সুকৌশলে আসামীদের গ্রেফতার করেন।

জলঢাকা থানার অফিসার ইনচার্জ জানিয়েছে আসামি দুজন তাদের অপরাধের স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন। তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(১)/(২)/(৩) ধারায় মামলার রুজু করা হয়েছে মামলা নং ০২/১৮৪। আজ সোমবার  আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত