রবিবার ২৭ জুলাই ২০২৫ ১২ শ্রাবণ ১৪৩২
রবিবার ২৭ জুলাই ২০২৫
রাঙ্গাবালীতে ১২ হাজার গাছের চারা বিতরণ
দুর্যোগ ও জলবায়ু প্রভাব মোকাবেলায় নতুন বনায়নের উদ্যোগ
মাহমুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)
প্রকাশ: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩, ৮:০৯ PM
উপকূলীয় এলাকার জনগোষ্ঠীকে প্রাকৃতিক দুর্যোগ থেকে জানমাল রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় পটুয়াখালীর রাঙ্গাবালীর চরাঞ্চলে নতুন বনায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। 

সংশ্লিষ্টরা জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে স্থানীয় জনগোষ্ঠীর বসতভিটা ও পতিত জমিতে এসব বনায়ন করা হবে। এ লক্ষ্যে সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ফলজ, বনজ ও ভেষজ প্রজাতির ১২ হাজার ১৪২টি গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী। বন বিভাগের উদ্যোগে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের পর বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের প্রত্যেককে ১০ হাজার টাকা করে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তার চেক প্রদান করেন বিভাগীয় কমিশনার।  

পটুয়াখালী জেলা প্রশাসক নূর কুতুবুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সালেক মূহিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন। 

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত