মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫ ১৪ শ্রাবণ ১৪৩২
মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩, ১০:১৬ AM আপডেট: ২৯.০৮.২০২৩ ১০:২৩ AM


দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় মঙ্গলবার (২৯ আগস্ট) ভোরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ১।


ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) বরাতে বার্তাসংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।


ইন্দোনেশিয়ার বালি সাগরসহ উপকূলীয় বালি ও লম্বক অঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থা বিএনপিবি মুখপাত্র আব্দুল মুহারী বলেন, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের অনেক গভীরে আঘাত হেনেছে, তাই এটি হয়তো ধ্বংসাত্মক হয়নি।


ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ইন্দোনেশিয়ার মাতারাম থেকে ২০৩ কিলোমিটার (১২৬ মাইল) উত্তরে ও ভূপৃষ্ঠের ৫১৬ কিলোমিটার নিচে খুব গভীরে।


ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা জানায়, বালি ও লম্বকের উপকূলীয় অঞ্চলজুড়ে আঘাত হানা এ ভূমিকম্প মঙ্গলবার স্থানীয় সময় ভোর চারটার আগে অনুভূত হয়। এরপরে ৬ দশমিক ১ ও ৬ দশমিক ৫ মাত্রার আরও দুটি ভূমিকম্প অনুভূত হয় ওই অঞ্চলে।


বাবু/এ.এস


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত