গাজীপুর মহানগরের লক্ষ্মীপুরা এলাকায় অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার সময় বাধা প্রদান করায় তিতাস গ্যাস কর্মকর্তাদের উপর চড়াও হয়েছে স্থানীয় নেতারা। এতে ব্যাপক ক্ষোভ দেখিয়েছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে লক্ষ্মীপুরা এলাকার তালুকদার পুকুরপাড় রোড মোশাররফ’র দোকানের সামনে মোশারফ মুন্সি নামে এক ব্যক্তি এই অবৈধ লাইন নেওয়ার জন্য প্রস্তুতি নেয়। গাজীপুর গ্যাস কর্তৃপক্ষের ইমারজেন্সি সার্ভিস টিম ঘটনাটি জানতে পারলে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছান এবং অবৈধ সংযোগ ব্যবহারের নিষেধ করেন ।
অভিযুক্ত মোশারফ মুন্সি সার্ভিস টিমের কর্মকর্তাদের কোন কথা না শুনে অবৈধ সংযোগ সংযুক্ত করেন। কর্মকর্তাদের সাথে খারাপ আচরণ করা হয়। এছাড়াও স্থানীয় নেতা ও কাউন্সিলরের সহযোগিতায় অবৈধ সংযোগ সংযুক্ত করেছেন বলে মোশারফ মুন্সি দাবি করেন। সার্ভিস টিমের কর্মকর্তাদের বাধা প্রদান করে কর্মকর্তাদের চলে যেতে বাধ্য করা হয়। উল্লেখ্য এর আগেও তিতাস গ্যাসের অবৈধ সংযোগে নিয়ে ব্যবসা করেছেন এলাকার স্থানীয় নেতারা।
এ ঘটনায় গাজীপুর তিতাস গ্যাস কর্তৃপক্ষ সাংবাদিককে জানান, স্থানীয় নেতাদের সহযোগিতায় অবৈধ সংযোগ সংযুক্ত করা কখনোই তিতাস গ্যাসের কর্মকর্তাদের কাম্য নয়। এতে করে তিতাস গ্যাসের নীতিমালা অনুসরণ করা কর্মকর্তাবৃন্দ ব্যাপক অপমানের শিকার। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্নে, অতি দ্রুত জেলা প্রশাসনের সাথে কথা বলে গ্যাস কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবে। এ ঘটনায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন গাজীপুর জেলা প্রশাসন।
বাবু/জেএম