শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
ফুলপরী কাণ্ডের পর র‍্যাগিংয়ের বিরুদ্ধে শক্ত অবস্থান ইবির
ইবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩, ৪:৩৮ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২২-২৩  শিক্ষাবর্ষের ( স্নাতক ১ম বর্ষের) নবীন শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শেষে নবীন বরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের যাত্রা শুরু হয়েছে। এ বছর র‍্যাগিংয়ের বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টির প্রশাসন। র‍্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা করেছেন তারা।

গতকাল শনিবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ আলাদাভাবে নবীন বরণ অনুষ্ঠানের মাধ্যমে নবীন বরণ করে নেয়। এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে অভ্যন্তরীণ মাইকিংয়ের মাধ্যমে র‍্যাগিং বিরোধী প্রচারণা চালাতে দেখা যায়। এছাড়াও বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের দপ্তরগুলোতে র‍্যাগিং বিরোধী অবস্থান জানিয়ে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস।

বিষয়টকে সাধুবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। তারা বলছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের র‍্যাগিয়ের বিরুদ্ধে এ অবস্থান প্রশংসনীয়।

এ বিষয়ে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মিজানুর রহমান মিজান বলেন, নবীন শিক্ষার্থীদের কথা চিন্তা করে র‍্যাগিংয়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন সেটি অবশ্যয় প্রশংসনীয় কাজ।

বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আহসান হাবীব রানা বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে র‍্যাগিংয়ের বিরুদ্ধে শক্ত অবস্থানে যাওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আশা করছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ ধরনের অবস্থান শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবে।

জানা যায়, গত ২০২১-২১ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হয় গত ৮ ফেব্রুয়ারিতে। এরপর গত ১২ ফেব্রুয়ারীতে দেশরত্ন শেখ হাসিনা হলে ফুলপরী নামের এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠে বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরা ও তার সহযোগীদের বিরুদ্ধে।  এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী  গত ১৪ ফেব্রয়ারী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর অভিযোগ দেন। এ ঘটনায় বিচারবিভাগীয় তদন্তসহ একাধিক তদন্তের পর বিশ্ববিদ্যালয়ের থেকে অভিযুক্ত ৫ জন শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত