টাঙ্গাইলের ভূঞাপুরে অসহায়, হতদরিদ্র ও বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার (০৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের পক্ষে অর্জুনা ও গাবসারা ইউনিয়নের ৮৫০টি পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা দিলীপ কুমার সাহা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, গাবসারা ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম শাপলা, অর্জুনা ইউপি চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুব, প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুলসহ ইউপি সদস্যবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেন জানান, উপজেলার অর্জুনা ও গাবসারা ইউনিয়নের অসহায়, হতদরিদ্র ও বন্যার্ত ৮৫০টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। এর আগেও ত্রাণ সহায়তা করা হয়েছে এবং পরবর্তীতেও ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে।
বাবু/জেএম