পিরোজপুরের মঠবাড়িয়ায় পৌর শহরের কেন্দ্রীয় হরিসভা মন্দিরের সামনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২২ ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। রবিবার সকালে আগুনে দুইটি স্থায়ী বড় কসমেটিকস’র ব্যবসা প্রতিষ্ঠান ও ছোট কসমেটিকস, চায়ের দোকান, জুতার দোকান, কলার দোকান, মাদুলির দোকান, ও শাখা শিঁদুরের দোকানসহ মন্দির কমিটির ভাড়া দেওয়া বিশটি ভাসমান প্রতিষ্ঠানের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িরা দাবি করেন।
আগুনের খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও পার্শবর্তী ভান্ডারিয়া এবং বামনা উপজেলার ফায়ার সার্ভিস টিম ছুটে আসে। আগুনের সূত্রপাতের বিয়ষটি এখনো নিশ্চিত হওয়া যায়নি
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে বন্ধ থাকা দোকানে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে স্থানীয় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে এক ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ভাসমান দোকান ও মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়।
এ ব্যাপারে মঠবাড়িয়া ফায়ার স্টেশন কর্মকর্তা সোহেল আহম্মেদ জানান, পানি সংগ্রহে দেরি হওয়ায় দোকানগুলো পুড়ে গেছে। তিনি আগুনের সূত্রপাতের বিয়ষটি নিশ্চিত হতে পারেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ূম বলেন, বাইশ ব্যবসয়ীর নামের তালিকা উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে। তিনি আরও বলেন, অচিরেই অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বাবু/জেএম