শুক্রবার ১৮ জুলাই ২০২৫ ৩ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৮ জুলাই ২০২৫
ইবিতে সন্তানের ভর্তিসহ বিভিন্ন দাবিতে ‘অনির্দিষ্টকালের কর্মবিরতি’
ইবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩, ৯:০৬ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জরুরি সেবাসমূহ চালু রেখে অনির্দিষ্টকালের লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। রবিবার (০৩ সেপ্টেম্বর) সকাল থেকে অফিস সময় তারা ১৬ দফা দাবি নিয়ে এ কর্মবিরতি পালন করেন। এসময় দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাবে বলে ঘোষণা দেন।

কর্মবিরতিকালে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সনদপত্র উত্তোলন, চিকিৎসা, বিদ্যুৎ ইত্যাদি কাজ অব্যাহত থাকবে। এর আগে গত জুলাই মাসে একই দাবিতে ১৬ দিন টানা পাঁচ ঘণ্টা করে কর্মবিরতি পালন করেছিলেন কর্মতারা।

কর্মকর্তাদের দাবিগুলো হলো, চাকরির বয়সসীমা ৬২ বছর করা, সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক কর্মকর্তাদের সেশন বেনিফিট বহাল রাখা, আইসিটি সেলের উপ-রেজিস্ট্রার মমতাজের চাকরি হতে অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহার, পোষ্য কোটার ভর্তিতে শর্ত শিথিল করা, বিশ্ববিদ্যালয়ে কর্মরতাবস্থায় মৃত্যুজনিত কারণে কর্মচারীবৃন্দের পরিবারের যোগ্যতম ব্যক্তিকে চাকরি দিতে হবে।

এ বিষয়ে কর্মকর্তা সমিতির সভাপতি এটি এম এমদাদুল ইসলাম বলেন, আমরা আমাদের নায্য দাবিতে লাগাতার অনির্দিষ্টকালের জন্য আন্দোলনের ডাক দিলাম। আমাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। 

এদিকে আজ বিকালে উপাচার্যর বাংলোয় বিশ্ববিদ্যালয়ের ২৬১তম সিন্ডিকেট অনুষ্ঠিত হয়। সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করতে গেলে আন্দোলনরত কর্মকর্তারা তাদের নিয়ে আসেন এবং দাবি না মানলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে কোন ধরনের সাহায্য সহযোগিতা করবে না বলে ঘোষণা দেন কর্মকর্তারা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ.এম. আলী হাসান বলেন, দুপুরে সিন্ডিকেটের ব্যাপারে উপাচার্যর বাংলোয় গিয়েছিলাম। কিন্তু সামনে থেকে কর্মকর্তারা সিন্ডিকেটের কার্যক্রম করতে নিষেধ করেছে ও আমাকে নিয়ে আসছে। 

জানতে চাইলে এ বিষয়ে সহউপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, দাবি দাওয়ার বিষয়টা আলোচনার মাধ্যমে সমাধান হবে। আজকেও দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে আগামীতেও হবে। আশা করি আলোচনার মাধ্যমেই এ সমস্যার সমাধান হবে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত