ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু ঘটনার পর তিন পরিবারের কাছে গিয়ে খোঁজ-খবর নিয়ে তাদের আর্থিক সহায়তা প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মুহাম্মদ সরওয়ার উদ্দীন।
সোমবার (৪ সেপ্টেম্বর ) দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট নিহত উপজেলার সদর ইউনিয়নের নিজ সরাইল এলাকার মো. লোকমান মিয়া ২৫ হাজার টাকা ও আমজাদ ২৫ হাজার টাকা এবং শরীফ মিয়াকে ২৫ হাজার টাকা চেক বিতরণ করেন।
এসময় সরাইল থানার অফিসার ইনচার্জ একরামুল ইসলাম, সদর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল জব্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীন জানান, খবর পেয়ে সাথে সাথেই নিহতদের পরিবারের খোঁজ খবর নিয়েছি এবং প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে বলে জানান তিনি।
বাবু/জেএম