শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
তামিলনাড়ুতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৬ সদস্য নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩, ১১:২২ AM

ভারতের তামিলনাড়ুতে সড়ক দুর্ঘটনায় এক বছরের শিশুসহ একই পরিবারের ছয় সদস্য নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও দু’জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

বুধবার ৬ সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, এদিন স্থানীয় সময় ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, তামিলনাড়ুর ইয়েনগুর থেকে একই পরিবারের সাত সদস্যসহ আটজন একটি প্রাইভেট গাড়ি নিয়ে পেরুনথুরায়ের দিকে যাচ্ছিলেন। সালেম-ইরোড হাইওয়ের উপর দিয়ে যাওয়ার সময় ভোর ৪টার দিকে হাইওয়ের পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে ধাক্কা দেয়। এসময় গাড়ির গতিবেগ এতই বেশি ছিল যে, গাড়িটি লরির পিছনে ঢুকে যায়।

জানা যায়, ঘটনাস্থলেই গাড়িতে থাকা আট জনের মধ্যে ছ’জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে এক বছরের শিশুও রয়েছে। শিশুর মা, বাবারও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গাড়িতে থাকা চালকসহ আরও এক যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

জানা গিয়েছে, গাড়ির চালক ভিগনেশ এবং অন্য এক যাত্রী প্রিয়া গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। কী করে দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনাটি ঘটে।

বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  তামিলনাড়ু  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত