সোমবার ১৪ জুলাই ২০২৫ ৩০ আষাঢ় ১৪৩২
সোমবার ১৪ জুলাই ২০২৫
লালমনিরহাট
নারীদের পিরিয়ড কালীন স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটারী ন্যাপকিন বিতরণ
রকিবুল ইসলাম রুবেল, লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩, ২:৪১ PM

লালমনিরহাট পৌর এলাকার স্কুল কলেজের ছাত্রীদের পিরিয়ড কালীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এগিয়ে এলেন মেয়র পত্নী জাকিয়া সুলতানা রিমু। এসময় স্কুল কলেজের নারী শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করেন।

মঙ্গলবার (০৫ সেপ্টম্বর) লালমনিরহাট পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, নারী শিক্ষার্থীদের পিরিয়ড কালীন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে মেয়র পত্নী জাকিয়া সুলতানা রিমু পরিদর্শন করেন। এসময় নারী শিক্ষার্থীদের স্কুল কলেজে অবস্থান কালীন তাদের পিরিয়ড স্বাস্থ্য সচেতনতা কিভাবে নিশ্চিত করবে সে বিষয়ে কাউন্সেলিং করেন, পৌর মেয়র রেজাউল করিম স্বপনের সহধর্মিনী জাকিয়া সুলতানা রিমু শিক্ষা প্রতিষ্ঠান গুলোর ছাত্রীদের মাঝে স্যানেটারি ন্যাপকিন ও স্বাস্থ্য সুরক্ষা বক্স হাতে তুলে দেন।

এ সময় মেয়র পত্নী বলেন নারীদের পিরিয়ড একটি প্রাকৃতিক বিষয়, দিনের নির্দিষ্ট একটা সময় প্রতিষ্ঠানে থাকা কালীন তাদের পিরিয়ড সমস্যায় স্বাস্থ্য ঝুঁকিতে যাতে না পড়ে এবিষয়ে সতর্ক থাকতে হবে। তারা যাতে প্রতিষ্ঠানেই তাদের স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজনীয় সামগ্রী বিনামূল্যে পান সেই উদ্যোগ নেওয়া হয়েছে। আমি চেষ্টা করছি নারীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দিতে।

লালমনিরহাট পৌর এলাকার ফাকল পুলিশ লাইন স্কুল, রেল ওয়ে চিলড্রেন পার্ক বিদ্যালয়, কবি শেখ ফজলুল করিম বিদ্যালয়,বর্ডার গার্ড স্কুল, বত্রিশ হাজারি বিদ্যালয়, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, মজিদা খাতুন মহিলা কলেজ, শেখ সফিউদ্দিন কমার্স কলেজের ছাত্রীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত