রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
শ্যামগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
সাদ্দাম হোসেন, পূর্বধলা (নেত্রকোনা)
প্রকাশ: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩, ৮:৪১ PM
নেত্রকোনার পূর্বধলায় শ্যামগঞ্জ বাজারের গরুর হাট নামক স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে স্থানীয়দের ধারণা। 

এ অগ্নিকাণ্ডে ৫টি দোকান ও ৩টি বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। স্থানীয়দের ধারণা প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় এলাকাবাসী সূত্রে গেছে, বেলা সাড়ে ১১টার দিকে ব্যবসায়ী সাইফুল ইসলামের বন্ধ দোকানের ভিতর থেকে হঠাৎ আগুনের ধোয়ার কুন্ডলি দেখতে পায় স্থানীয় লোকজন। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা চার দিকে ছড়িয়ে পড়ে। আগুনে জুয়েল, সজল রায়, নজরুল ইসলাম মেম্বারের মনোহারি দোকান ও আরিফ, শামীম ও আলতাব হোসেনের বসতবাড়ি ভস্মীভূত হয়। অগ্নিকাণ্ডের পরপর স্থানীয় এলাকাবাসী বাজারের পাশেই মসজিদ থেকে পানির দিয়ে আগুন নিভানোর চেষ্টা চালায়। খবর পেয়ে পূর্বধলা ফায়ার সার্ভিস ও গৌরীপুর ফায়ার সার্ভিস দুটি ইউনিট ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স ঘটনাস্থল পরিদর্শন করে বলেন ক্ষতিগ্রস্তদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। 

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত