সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
গ্রেপ্তার করা হবে না: পুতিনকে অভয় দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৫২ AM

আগামী বছর ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে হবে জি-২০ শীর্ষ সম্মেলন। সেই সম্মেলন নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সাহস দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। তিনি বলেছেন, ওই সম্মেলনে যোগ দিলে পুতিনকে গ্রেপ্তার করা হবে না। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

উল্লেখ্য, ইউক্রেনে গণহত্যা, মানবাধিকার লঙ্ঘনের দায়ে পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ জন্য তিনি সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আসিয়ানের বৈঠকে যোগ দেননি। যোগ দেননি দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গে ব্রিকস সম্মেলনে। আর সর্বশেষ নয়া দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনেও যোগ দেননি। পক্ষান্তরে তিনি পাঠিয়েছেন তার পক্ষে প্রতিনিধি। এসব দেশের সম্মেলনে যোগ দিলে তাকে গ্রেপ্তার করতে বাধ্য ছিল সংশ্লিষ্ট দেশ। কিন্তু পুতিন সেই ঝুঁকি নিতে চাননি।

এবার জি-২০ শীর্ষ সম্মেলন শেষ হচ্ছে রোববার। এর আগে শনিবার সম্মেলনের এক ফাঁকে ফার্স্টপোস্টের সঙ্গে কথা বলেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট সিলভা। তিনি বলেছেন, আগামী বছর তার দেশে হতে যাচ্ছে জি-২০ শীর্ষ সম্মেলন। তাতে তিনি পুতিনকে আমন্ত্রণ জানাবেন। রিও ডি জেনিরোতে ওই সম্মেলনের আগে তিনি রাশিয়ায় অনুষ্ঠেয় উন্নয়নশীল দেশগুলোর সংগঠন ব্রিকসে যোগ দেয়ার পরিকল্পনা করেছেন। সিলভা বলেন, আমি বিশ্বাস করি খুব সহজেই ব্রাজিল যেতে পারেন পুতিন। আমি আপনাদের বলতে পারি, যদি আমিই ব্রাজিলের প্রেসিডেন্ট থাকি এবং তিনি ব্রাজিলে আসেন, তাহলে তাকে গ্রেপ্তারের কোনো পথ থাকবে না। কিন্তু আইসিসি প্রতিষ্ঠায় নেতৃত্ব দেয়া রোম স্ট্যাটু’তে স্বাক্ষরকারী দেশ ব্রাজিল। কিভাবে তার দেশে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা থাকা একজন ব্যক্তি যাওয়ার পরেও তাকে গ্রেপ্তার করবে না, এ বিষয়ে তিনি কোনো ব্যাখ্যা দেননি।

তার এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন গত মার্চেই পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি। তার বিরুদ্ধে অভিযোগ তিনি ইউক্রেনের হাজার হাজার শিশুকে দেশছাড়া করেছেন। মানুষ হত্যা করেছেন। যুদ্ধাপরাধ করেছেন। জবাবে রাশিয়া এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ইউক্রেনের শিশুদের জোর করে নিয়ে তারা যুদ্ধাপরাধ করেনি। ওদিকে শনিবার জি-২০ শীর্ষ সম্মেলনে নেতারা সর্বসম্মত একটি ঘোষণা গ্রহণ করেন। এতে ইউক্রেনে মানুষের দুর্ভোগের কথা উঠে এলেও, যুদ্ধের জন্য রাশিয়ার নিন্দা করা থেকে বিরত থেকেছেন নেতারা।

বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ব্রাজিল   প্রেসিডেন্ট  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত