শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
জি-২০ শীর্ষ সম্মেলন সমাপ্ত, ব্রাজিলের কাছে প্রেসিডেন্সি হস্তান্তর করলেন মোদি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩, ৪:৫৯ PM

যৌথ ঘোষণাপত্র নিয়ে এবং ব্রাজিলের কাছে সভাপতিত্ব দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার জি-২০ শীর্ষ সম্মেলন সমাপ্তির ঘোষণা দিয়েছেন।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেন, এই মেয়াদে তার দেশ ন্যায়ের বিশ্ব এবং একটি টেকসই পৃথিবী গড়তে কাজ করবে।

প্রধানমন্ত্রী মোদি আগামী নভেম্বরে একটি ভার্চ্যুয়াল বৈঠকের প্রস্তাব দিয়েছেন। কেননা তখনও সভাপতিত্ব ভারতের কাছেই থাকছে।  
শীর্ষ সম্মেলন আনুষ্ঠানিকভাবে শেষ হলেও নেতারা এখনও সাইডলাইনে দ্বিপাক্ষিক আলোচনা করছেন। কেউ কেউ সংবাদমাধ্যমের সঙ্গে বৈঠক করছেন এবং বিবৃতি প্রকাশ করছেন।

ভারত জি-২০ সভাপতিত্ব ব্রাজিলের কাছে হস্তান্তর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার কাছে সভাপতিত্বের হাতুড়িটি হস্তান্তর করেন।

ব্রাজিল বলছে, ২০২৪ সালে সভাপতিত্বের সময়ে দেশটি দারিদ্র্য, টেকসই উন্নয়ন এবং বিভিন্ন সংগঠনে বৈশ্বিক সুশাসন পুনর্গঠনের ওপর গুরুত্ব দেবে।

শনিবার লুলা বলেন, আগামী বছর রিও ডি জেনিরোতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেপ্তার করা হবে না।

পুতিন বালি কিংবা দিল্লি সম্মেলনে অংশ নেননি। তিনি বারবার আন্তর্জাতিক সমাবেশ এড়িয়ে যাচ্ছেন।

২০২৫ সালে দক্ষিণ আফ্রিকা এবং ২০২৬ সালে যুক্তরাষ্ট্র জি-২০ শীর্ষ সম্মেলন আয়োজন করবে।

শনিবার ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাষ্ট্রের নেতারা সম্মেলনের সাইডলাইনে সাক্ষাৎ করেন এবং যৌথ বিবৃতি প্রকাশ করেন।

দেশ চারটি আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার জন্য প্রধান ফোরাম হিসেবে জি-২০ এর প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মোদি   ব্রাজিল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত